আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে।
শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার চায়। বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত, সেটাও তত্ত্বাবধায়কের আমলে। এরা কত নির্লজ্জ!
তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের সব অর্জন নস্যাতের চেষ্টা করছে। এরা রাষ্ট্র ও গণতন্ত্রের শত্রু।
সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ (সিজিএস) প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, এরা বিভিন্ন দূতাবাসকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে। এরা জিয়া-এরশাদের মতো সরকার চায়। কিন্তু সেটা কখনো হবে না।
উপস্থিত নেতাকর্মীদের সব অপশক্তির বিরুদ্ধে দুর্ভেদ্য ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে সবশেষ ২০১৫ সালে গঠিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি।