ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে শনিবার (২১ জানুয়ারি) মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল। খারাপ সময় পেছনে ফেলে ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য ক্লপের। একই লক্ষ্য চেলসিরও। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
একটা ঝড় বয়ে যাচ্ছে লিভারপুলের ওপর দিয়ে। আগের মৌসুমে যে ক্লপ বন্দনায় মুখর ছিল অলরেড সমর্থকরা, তারাই এখন লিভারপুলের টানা ব্যর্থতার জন্য ক্লপকেই দায়ী করছেন। চলছে ক্লপ হটাও আন্দোলন। তবে, নাছোড়বান্দাও ইয়ুর্গেন ক্লপ। সাফ জানিয়ে দিয়েছেন, ক্লাব থেকে ধাক্কা দিয়ে না তাড়িয়ে দেয়া পর্যন্ত এখানেই থাকছেন তিনি।
পয়েন্ট টেবিলে চোখ রাখলেই দুর্দশা চোখে পড়বে লিভারপুলের। কঠিন সময় তাদের সামনে দাঁড়িয়ে চেলসি। দুদলই আছে একই মোহনায়। ১৮ ম্যাচশেষে ২৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে লিভারপুল। সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে দশে চেলসি। তাই দুদলেরই লক্ষ্য হাইভোল্টেজ ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়া।
তিন ম্যাচ পর এফএ কাপে উলভসকে ১-০ গোলে হারিয়ে কোন রকমে জয়ে ফিরেছে লিভারপুল। লিগে তাদের শেষ জয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-০ গোলে। চেলসির বিপক্ষে ম্যাচে লিভারপুলের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন সালাহ ও ফিরমিনো। এ মৌসুমে ৭ গোল নিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা সালাহ। ম্যাচের ভেন্যু অ্যানফিল্ডে। নিজ মাঠে এ মৌসুমে লিগের ছয় ম্যাচেই জিতেছে লিভারপুল। এদিকে আর্থার লুইজ দিয়াজ, দিয়েগো জটা ভ্যান ডিক ফিরেছেন দলে। তাদের খেলা নিয়ে সবুজ সংকেতও দিয়েছেন কোচ।
লিভারপুলের মতো এবার ছন্নছাড়া চেলসি। একের পর এক কোচ বদল করেও হয়নি ভাগ্যের পরিবর্তন। সবশেষ গ্রাহাম পটারও আছেন চাকরি হারানোর শঙ্কায়। কারণ, তার পারফরমেন্সেও সন্তুষ্ট নয় ক্লাব। শোনা যাচ্ছে, টুখেলকে আবার ফেরানো হচ্ছে কোচের চেয়ারে। অলরেডদের বিপক্ষে কাই হাভার্টজের দিকে চোখ থাকবে সমর্থকদের। এ ছাড়া রাহিম স্টার্লিংয়ের ফর্মও আশা দেখাচ্ছে কোচকে। নিষেধাজ্ঞায় আছেন জোয়াও ফেলিক্স। অ্যাওয়ে ম্যাচে এ মৌসুমে দশ ম্যাচ খেলেছে চেলসি। জিতেছে ৩টিতে। ড্র দুই ম্যাচে। হেরেছে ৫ বার।
২০২১-২২ মৌসুমে সবশেষ দেখা হয়েছিলো স্ট্যামফোর্ড ব্রিজে। সে ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে। ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে লিগে চেলসির বিপক্ষে জয় পায়নি লিভারপুল।