1. rashidarita21@gmail.com : bastobchitro :
হত্যার ১১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

হত্যার ১১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখকে হত্যার ১১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-৬ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে শনিবার (১১ মার্চ) রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ২০১২ সালের ২ জুন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার তাড়ীহাটি গ্রামের ব্যবসায়ী দুলাল শেখ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মোবাইলে কল দেয়া হলে সেটা বন্ধ পাওয়াতে পরিবারের সন্দেহ হয়। পরদিন সকালে পাশের গোহালা নদীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জুয়া খেলাকে কেন্দ্র করে আসামি ফক্কার শেখ ওরফে ফারুক শেখসহ তার সহযোগীরা দুলালের মাথায়, গলায়, কোমর ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার পর মৃতদেহ নির্জন স্থানে নদীতে ফেলে দেয়। পরে দুলালের স্ত্রী বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ২৬ অক্টোবর আদালত প্রধান আসামি ফক্কার শেখ ওরফে ফারুক শেখসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। আসামিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাশের দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে। সম্প্রতি ফারুক দেশে ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি