আট দল নিয়ে ওমানে শুরু হয়েছে এএইচএফ কাপ জুনিয়র হকি টুর্নামেন্ট। নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে বাংলাদেশের যুবারা।
শুক্রবার (০৬ জানুয়ারি) হংকংকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের জয়ে অবদান রেখে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ হাসান।
ওমানের রাজধানী মাস্কাটে হংকংয়ের বিপক্ষে লড়াইয়ে নেমে বল জালে জড়াতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশের যুবারা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ফিল্ড গোলে দলকে লিড এনে দেন মোহাম্মদ আলী। ৯ মিনিট পর ফের ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করে ব্যবধান ৩-০ করেন। তাতে বড় লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর অবশ্য খুব একটা ঝলক দেখাতে পারেনি হাসানরা। সুবিধা করতে পারেনি হংকংও। বাংলাদেশের জয় যখন প্রায় নিশ্চিত তখন মোহাম্মদ আলী ফিল্ড গোল করে স্কোরলাইন ৪-০ করেন। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
শিরোপা জয় ও জুনিয়র এশিয়া কাপের টিকিট নিশ্চিতের লক্ষ্যে আসরে অংশ নেয়া বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে।