প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় অবকাঠামো, বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে কুষ্টিয়া পুলিশ লাইন্সে আনন্দ উদযাপন। গতকাল ২৫/০৬/২০২২ তারিখে প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে পুলিশ লাইন্সে বিটিভি-তে সরাসরি সম্প্রচারিত এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেজের লাইভে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল এবং জনাব মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ শেষে পুলিশ লাইন্স, কুষ্টিয়া হতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়ার নেতৃত্বে পদ্মা সেতুর উদ্বোধন স্বপ্ন জয়ের আনন্দ র্যালি ব্যান্ড পার্টিতে সজ্জিত হয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বর হয়ে পুলিশ লাইন্সে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে দুপুর ০২.০০ ঘটিকায় জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্সে জনাব দিলরুবা আলম, সভানেত্রী পুনাক(সহধর্মিণী পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া) এর সভাপতিত্বে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। যাবতীয় অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলেন কুষ্টিয়া জেলা পুলিশ।