1. rashidarita21@gmail.com : bastobchitro :
স্কুলছাত্রীর মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ, অবরোধ | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

স্কুলছাত্রীর মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ, অবরোধ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

যশোরের ঝিকরগাছায় বখাটেদের উত্ত্যক্তে আত্মহত্যার পথ বেছে নেয়া স্কুলছাত্রী অনি রায়ের (১৩) মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করেছে তার সহপাঠী ও স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ মার্চ) ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকে মরদেহ এনে দুপুর আড়াইটার দিকে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়।

স্থানীয়রা জানান, স্কুলছাত্রী অনি রায়ের ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনরা দুপুর আড়াইটার দিকে নিয়ে আসেন। এরপর মহাসড়ক বন্ধ করে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় এলাকাবাসীও এসে ওই বিক্ষোভে অংশ নেয়। এতে যশোর-বেনাপোল সড়কে যানজটের সৃষ্টি হয়।
পরে অনি রায়ের মরদেহ কাঁধে নিয়ে হাসপাতাল মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত মিছিল নিয়ে যায় এলাকাবাসী। এসময় তারা অনি রায়ের উত্ত্যক্তকারী বখাটেদের বিচার দাবি করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এসে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেয়।


প্রসঙ্গত, সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে স্কুলের কোচিং থেকে ফিরে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনি রায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবারের দাবি, বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে তাদের মেয়ে আত্মহত্যা করেছে।

অনি পৌর সদরের মিস্ত্রীপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি