আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ২০০১ সালের পর আমাদের ওপর যে অত্যাচার করেছে, গাভীন গরু পর্যন্ত জবাই করেছে। গরু পুড়িয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এসে কী নির্যাতন করেছে তা তুলনা করা যায় না। এখন যদি বিএনপি সুযোগ পায় আবার তারা সেই অত্যাচার চালিয়ে যাবে।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পরানগঞ্জ বাজার মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সবাইকে সাবধান করে তোফায়েল আহমেদ বলেন, আমরা প্রতিহিংসা-প্রতিশোধের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এখন বিএনপি এই ভোলায় কত শান্তিতে আছে। আজকে ভোলায় শান্তি বিরাজ করছে। আবার যদি সেই অশুভ শক্তি ক্ষমতায় আসে, তা হলে আবার ২০০১ সালের মতো হবে।
এ সময় তিনি বিএনপির ক্ষতার আমলে নারী নির্যাতনসহ তাদের বর্বর নির্যাতনের চিত্র তুলে ধরেন।সাবেক এই মন্ত্রী আরও বলেন, বিএনপি মহাসচিব কথায় কথায় বলেন, আমাদের উচ্ছেদ করবে। কিন্তু বর্তমান সরকারকে উচ্ছেদ করা এত সহজ নয়। আপনারা বিবৃতি-বক্তব্য দিয়ে যান, আমরা জনগণের জন্য কাজ করি। বাংলাদেশের গ্রাম আজ শহরে পরিণত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে।
আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আমরা পদ্মাসেতুর মতো একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে করতে পেরেছি। এটা একমাত্র প্রধামন্ত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। কাচিয়া, ইলিশা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা আল্লাহর ইচ্ছায় নদী ভাঙন থেকে রক্ষা করা করা হয়েছে।
সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলা নকিব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।