সাংবাদিক হত্যায় এসপির কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সহকর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের ফটকে এ কর্মসূচিতে জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। কুষ্টিয়া প্রেস ক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সমাবেশস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রুবেল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এ সময় সেখানে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে এবং কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি দৈনিক দেশ রূপান্তর ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহসভাপতি সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক শরীফ বিশ্বাস, প্রেস ক্লাবের সহসভাপতি সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ লিটন-উজ জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় গত ৮ জুলাই থেকে সাত দফা দাবিতে টানা কর্মসূচি পালন করছেন কুষ্টিয়ার সাংবাদিকরা। গত ৩ জুলাই রাত ৯টার দিকে মোবাইলে ফোন পেয়ে সাংবাদিক রুবেল শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ব্যাপারে রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান ৩ জুলাই রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৭ জুলাই দুপুরে নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর (শহীদ গোলাম কিবরিয়া সেতু) নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ। এ ঘটনায় ৮ জুলাই রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ‘দৈনিক কুষ্টিয়ার খবরের’ ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘দৈনিক আমাদের নতুন সময়ের’ কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।