1. rashidarita21@gmail.com : bastobchitro :
সর্বজনীন কনসার্টে তারুণ্যের ঢল | Bastob Chitro24
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বজনীন কনসার্টে তারুণ্যের ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ঢাকা অফিস:
বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উন্মুক্ত সর্বজনীন কনসার্ট করেছে ‘সবার আগে বাংলাদেশ’। এই কনসার্টে নামে তারুণ্যের ঢল। গানে গানে ঢাকা মাতালেন দেশীয় জনপ্রিয় সংগীতশিল্পীরা। নেচে গেয়ে মেতে ওঠেন হাজার হাজার দর্শক শ্রোতা। সোমবার বেলা দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এই কনসার্ট শুরু হয়। রাত ১১টা পর্যন্ত চলে।
ভিড়ের কারণে কনসার্টে সাংবাদিকদের জন্য তৈরি করা মঞ্চ ভেঙে পড়ে কয়েকজন সাংবাদিক আহত হন।

কনসার্টস্থলে যুবদলের কর্মীরা বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিল করে প্রবেশ করেন। পাশাপাশি বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে কনসার্টস্থলে আসেন। তারা মাথায় জাতীয় পতাকা এবং হাতে জাতীয় পতাকা নিয়ে বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দিতে দিতে কনসার্টস্থ আসেন।

‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি ১০ই ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপি’র উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। এ সংগঠনের আহ্বায়ক বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সন্ধ্যায় কনসার্ট মঞ্চে আহ্বায়কসহ সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে কাজ করবে সবার আগে বাংলাদেশ।
ওদিকে বেলা ১১টা থেকেই কনসার্ট ঘিরে মানিক এভিনিউ চত্বরে জড়ো হয় হাজারো মানুষ। কনসার্টের শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। পরে বেলা সোয়া দুইটার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপরে মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি। সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।
একক গান গেয়েছেন- শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, বেবী নাজনীন, মনির খান, কনা, ইমরান ও জেফারসহ অনেকে। এ ছাড়া ব্যান্ডের মধ্যে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের পারফর্ম করেন।
সবার আগে বাংলাদেশের আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদ্‌যাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্যদিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

কনসার্টে ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্‌যাপন কমিটির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির, সাংবাদিক আতিকুর রহমান রুমন, জাহিদুল ইসলাম রনি, এহসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন
সূত্রঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি