ঢাকা অফিস:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (২৫ মে) রাজধানী ঢাকার বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ছয় ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন ব্যবস্থা রাখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ফারুক হোসেন বিষয়টি জানান ।
ডাইভারশন পয়েন্টগুলো হলো- ১. হাইকোর্ট ক্রসিং, ২. গোলাপশাহ মাজার ক্রসিং, ৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, ৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র (অমর একুশে হল) সামনে, ৫. ফুলবাড়িয়া ক্রসিং, ৬. চানখারপুল ক্রসিং, ৭. নিমতলী ক্রসিং।
ডিসি ফারুক জানান, সম্মানিত নগরবাসীকে উলেখিত এলাকাগুলোর বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোর বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।