হত্যার এখন পর্যন্ত কোন ক্লু বা বিচার না হওয়ার প্রতিবাদে- কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সর্বসম্মতিক্রমে নতুন কর্মসূচি র ঘোষণা দিয়েছে এবং সেই সাথে ২০ জুলাই ,বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া থানা ট্রাফিক মোড় হতে মৌন মিছিল এবংর্্যলির মাধ্যমে সা সাংবাদিকগণ কুষ্টিয়া মজমপুর গেটে অবস্থান নেয়।
সাংবাদিকদের অংশগ্রহণে স্ব স্ব ব্যানারে – কুষ্টিয়া প্রেসক্লাব, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি), কুষ্টিয়া জেলা রিপোর্টার্স, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম ,কুষ্টিয়া অনলাইন প্রেস ক্লাব এবং কুষ্টিয়া জেলা সর্বস্তরের সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বা়ংলাভিশন টিভির জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় এবং এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখের বক্তৃতার মাধ্যমে মিছিলটি সম্পন্ন হয়।
আরো উপস্থিত ছিলেন- সাংবাদিকদের নেতৃবৃন্দ । বিভিন্ন টিভি চ্যানেল জেলা প্রতিনিধি ,বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সমস্ত সাংবাদিকবৃন্দ ।
গত ৩রা জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গুম হয় ৭ জুলাই তার লাশ গড়াই নদীতে পাওয়া যায়। এরপর থেকে প্রশাসন কোনোরকম ক্লু বা হত্যার কোনো সঠিক আসামী ধরতে পারেনি।
এর প্রতিবাদে আগামী ২৪ জুলাই কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের ডাক দিয়েছে সাংবাদিকবৃন্দ।
রাশিদা খাতুন