ঢাকা অফিস:
গত জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আজ সোমবার আর্মি ডে’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
ভারতের সেনাপ্রধান বলেন, ‘নভেম্বরে ভিডিও কনফারেন্সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে কথা হয়।’ আগে সামরিক ক্ষেত্রে দু’দেশের মধ্যে যে সমন্বয় ছিল তা এখনও রয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।
সূত্রঃসমকাল