কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবসে ৭ই আগস্ট(২৩ শ্রাবণ) বিকাল চারটায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে- আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রমৈবি উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ রমৈবি হাসানুল হক ইনু।
মূখ্য আলোচক হিসেবে ছিলেন এডভোকেট লালিম হক,
বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্ধার্থ রায় (ভারত ),
সম্মানিত অতিথি প্রতিষ্ঠাতা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ মোঃ জহুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন- সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,রমৈবি ডিন ডঃ মোঃ শহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্শেদ আলম , ইংরেজি বিভাগের প্রভাষক নুরুদ্দিন আহমেদ, বাংলা বিভাগীয় প্রধান হাসিবুর রহমান তামিম, বিশ্ববিদ্যালয় অধ্যাপক,ছাত্রছাত্রী,ও অতিথিবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
বাদল প্রামাণিক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বৃন্দ বক্তব্য রাখেন-
মুখ্য আলোচক অ্যাডভোকেট লালিম হক
বলেন- কুষ্টিয়াতে বহুবার এসেছেন রবি। কুষ্টিয়ার মানুষকে তিনি অনেক উপরে তুলে রাখতেন। জীবনের অধিকাংশ সময় তিনি কুষ্টিয়াতে এসেছেন এখানকার ব্রহ্মচর্য স্কুলে পড়াশোনাও করেছেন।
পরে সেটি বোলপুরে নিয়ে যাওয়া হয়।
অনেক ইতিহাস, রবি ঠাকুরের জীবনী সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেন। সম্মানিত অতিথি রমৈবি প্রতিষ্ঠাতা ডঃ মো্ঃ জহুরুল হক কুষ্টিয়ার মানুষের ভাষা ,রবীন্দ্রনাথ সম্পর্কে এবং কুষ্টিয়াতে রমৈবি প্রতিষ্ঠার বিবরণী তুলে ধরেন তার বক্তব্যে ।
পরিশেষে আলোচনা সভার সমাপ্তিতে সভাপতি সংগীত বিভাগের তরফ থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে এবং দর্শক-শ্রোতা সকলকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করে পরবর্তী সঙ্গীতানুষ্ঠানের ঘোষনা দেন।
সঙ্গীতা অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পী বৃন্দ গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন ।
অতিথি শিল্পী রিনা রায় ( ভারত) গান পরিবেশন করেন ।
কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এর ছাত্রছাত্রীদের গান, নৃত্য ও বিভিন্ন আয়োজনে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।