কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসিকে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার আগে তার গায়ে একটি পোশাক পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যে পোশাকটি পরিয়ে দিয়েছিলেন তার নাম ‘বিশত’। তবে আরব দেশের ঐতিহ্যবাহী এ পোশাকটির দাম কত?
মেসিকে যে পোশাকটি পরিয়ে দেয়া হয়েছিল, লম্বা সেই পোশাকটি পরা হয় সাদা আলখাল্লার ওপর। তৈরি করা হয় খুবই হালকা সুতা দিয়ে। থাকে খাঁটি সোনার কাজও। এটা আরব দেশগুলোতে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শীর্ষ কর্মকর্তা, শেখ ও সমাজের উচ্চমর্যাদার ব্যক্তিরা বিশত পরে থাকেন।
তবে আগে এ নিয়ে মানুষের প্রশ্ন না জাগলেও, মেসিকে ফাইনালে সেই বিশত পরিয়ে দেয়ার পরই এ নিয়ে আগ্রহ বাড়ে সবার। জানতে চাওয়া হয় যে এই বিশতের দাম কত। এর উত্তর দিয়েছেন কাতারে বিশত প্রস্তুতকারী শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের একটির মালিক আল-সালেম।
মেসির গায়ে যে বিশতটি পরিয়ে দেয়া হয়, সেটির দাম ২ হাজার ২০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ২ লাখ ৩০ হাজারের বেশি। এটি জাপান থেকে আনা নাজাফি কটন আর জার্মানি থেকে আনা স্বর্ণের থ্রেড দিয়ে বানানো। বানাতে সময় লাগে এক সপ্তাহ।
আল সালেম বলেন, ‘আমাদের বলা হয়েছিল যেন হালকা এবং স্বচ্ছ ফেব্রিকের বিশত দিই। শীতকালে এমন পোশাক চাওয়ায় অবাক হয়েছিলাম। এখন মনে হচ্ছে, তারা চেয়েছিলেন ভেতরের জার্সি যেন ঢাকা না পড়ে।’
আল-সালেম জানান, ফাইনালে মেসির গায়ে বিশত দেখে আর্জেন্টাইন দর্শকদের মধ্যে পোশাকটি কেনার আগ্রহ তুঙ্গে ওঠে। সাধারণত দিনে ৮ থেকে ১০টি বিক্রি করলেও বিশ্বকাপ ফাইনালের পরদিন ১৫০টি পর্যন্ত বিশত বিক্রি করেছেন তারা।