1. rashidarita21@gmail.com : bastobchitro :
মেসিদের ওপর আঘাত হানতে চান গ্রিজম্যান | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

মেসিদের ওপর আঘাত হানতে চান গ্রিজম্যান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

ফ্রান্সের অনেকটা আড়ালের মানুষ আঁতোয়ান গ্রিজম্যান। গত বিশ্বকাপের মতো চলতি আসরেও তাকে ঘিরে আবর্তিত হচ্ছে দলটির খেলা। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্টও করেছেন তিনি। এ মিডফিল্ডার জানিয়েছেন, মেসিদের মোকাবিলা করতে প্রস্তুত তিনি। তাদের এখন একমাত্র ফোকাস আর্জেন্টাইন শিবিরে আঘাত হানা।

কাতার বিশ্বকাপে ৩টি অ্যাসিস্ট করেছেন গ্রিজম্যান। এ আসরে সর্বোচ্চ বার গোলের সুযোগও (২১) তৈরি করেছেন তিনি। স্বয়ং লিওনেল মেসিও এ হিসেবে তার পেছনে। আর্জেন্টিনার বিপক্ষেও এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তিনি? যদি পারেন, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য তা হবে সোনায় সোহাগা।

মরক্কো ম্যাচ শেষে গ্রিজম্যান বলেছিলেন, ‘শুধু মেসির কথাই বলব না। আর্জেন্টিনা দলটা শক্তিশালী। বোঝাই যাচ্ছে কঠিন ম্যাচ হবে। দর্শকেরও প্রচুর সমর্থন থাকবে ওদের দিকে। আমরা আগামীকাল কাজ করতে নামব। ফোকাস সেদিকেই। কীভাবে আর্জেন্টিনার ওপর আঘাত হানতে পারব, কীভাবে ওদের রুখতে পারব! আমরা রীতিমতো প্রস্তুত হয়েই যাব।’

‘মেসি যেকোনো দলে খেললে সেই দলের চেহারা বদলে যায়। আমরা সত্যি বলতে আর্জেন্টিনার সব ম্যাচ দেখেছি। আমরা দেখেছি ওরা কীরকম খেলে। জানি, আর্জেন্টিনা কেমন খেলে! কঠিন দল। টপ ফর্মে রয়েছে। মেসি তো রয়েছেই,’ যোগ করেন গ্রিজম্যান।

প্রসঙ্গত, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। মেসির পাশাপাশি আলবিসেলেস্তেদের জয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ। অন্যদিকে ফ্রান্স সেমিফাইনালে হারিয়েছে আফ্রিকার দেশ মরক্কোকে। ফাইনালে উঠার দৌড়ে দেশমের শিষ্যদের জয় ২-০ গোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি