1. rashidarita21@gmail.com : bastobchitro :
মণিপুরের সহিংসতা নিয়ে ইইউর প্রস্তাবে ক্ষুব্ধ ভারত | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

মণিপুরের সহিংসতা নিয়ে ইইউর প্রস্তাবে ক্ষুব্ধ ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ঢাকা অফিস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অব্যাহত জাতিগত দাঙ্গায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্ট প্রস্তাব গ্রহণ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ওই প্রস্তাব যাতে আলোচিত বা গৃহীত না হয়, সে জন্য ভারত চেষ্টার অন্ত রাখেনি। তা সত্ত্বেও বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে সেই প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাব পাসের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। ভারতের কাছে এটা অগ্রহণযোগ্য। এর মধ্য দিয়ে ঔপনিবেশিক মানসিকতা প্রতিফলিত হয়েছে।

ইইউর প্রস্তাবে ভারত সরকারকে সহিংসতা বন্ধ এবং সংখ্যালঘু খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে সচেষ্ট হতে বলা হয়েছে। পাঁচটি রাজনৈতিক গোষ্ঠী পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রস্তাবটি বিবেচনার জন্য পেশ করেছিল। সদস্যদের কণ্ঠ ভোটে তা গৃহীত হয়। ঠিক ওই সময় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবতরণ করছেন। নিঃসন্দেহে ওই প্রস্তাব প্রধানমন্ত্রী মোদির পক্ষে বিড়ম্বনার। ফ্রান্স শুধু ইইউর গুরুত্বপূর্ণ সদস্যই নয়, পার্লামেন্টও অবস্থিত দেশটির স্ট্রাসবুর্গ শহরে।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রস্তাবের কথা স্বীকার করে তখনই তিনি বলেছিলেন, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ। প্রস্তাব বন্ধে লবিস্ট নিয়োগ সম্পর্কে মন্তব্য না করে তিনি বলেছিলেন, ভারতের বক্তব্য সদস্যদের কাছে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি