1. rashidarita21@gmail.com : bastobchitro :
ভারত-পাকিস্তান মহারণ শুক্রবার | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান মহারণ শুক্রবার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উন্মাদনা এবং পরতে পরতে রোমাঞ্চ। কদিন আগেই এশিয়া কাপে দুই দুইবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ। তবে এবার নারী এশিয়া কাপের মঞ্চে।

শুক্রবার (৭ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। এরই মধ্যে ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। চলতি টুর্নামেন্টেরও হাই-ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি।

এরই মধ্যে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে হরমনপ্রীত-স্মৃতি মান্দানার ভারত। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে জয় পেলেও সবশেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে অঘটনের শিকার পাকিস্তান। নারী ক্রিকেটের ইতিহাসের বড় অঘটনের দিনে ৪ উইকেটের হারে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বিসমাহ মারুফরা।

পরিসংখ্যানে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বারের দেখায় ১০ বারই জয় পেয়েছে ভারত। আর বাকি দুইবার জিতেছে পাক মেয়েরা।  সবশেষ কমনওয়েলথ গেমসেও পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

এছাড়া নারী এশিয়া কাপে পাঁচবারের দেখায় প্রতিবারই জয় পেয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি