ঢাকা অফিস;
লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। লোকসভা ভোটের প্রচারে বেড়িয়ে ঝাড়খণ্ডের রামগড়ে দাঁড়িয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী বলেন, “যখন আমরা ৩০০ পার করেছিলাম, তখন আমরা ৩৭০ অনুবিজেপি বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে মন্দির বানাবে। আসল খেলা তো ৪০০ পারের পর হবে। বিগত কয়েকদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে আজাদির স্লোগান উঠছে। ৪০০ পার মানে ভারতে পাক অধিকৃত কাশ্মীর ফিরে আসা। ওখানে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে, সবাই ভারতের পতাকা হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।” চ্ছেদ বাতিল করেছি, রাম মন্দির তৈরি হয়েছে। এবার আমরা ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর যাতে ভারতের অংশ হয়, তা নিশ্চিত করব।
বিজেপি বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে মন্দির বানাবে। আসল খেলা তো ৪০০ পারের পর হবে। বিগত কয়েকদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে আজাদির স্লোগান উঠছে। ৪০০ পার মানে ভারতে পাক অধিকৃত কাশ্মীর ফিরে আসা। ওখানে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে, সবাই ভারতের পতাকা হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন
বিশ্বশর্মার দাবি, বছরের পর বছর ধরে ভারতের বুকে হিন্দু জাগরণ হচ্ছে এবং দেশ জুড়ে এই মোদি সুনামির মধ্যে তাদের কণ্ঠকে দমন করা যাবে না । চলতি মাসের গোড়া থেকেই চড়া রাজস্ব, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সঙ্কটের মুখে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ-সহ সামাহনি, সেহানসা, মিরপুর, রাওয়ালকোট, হাত্তিয়ান বালা, খুইরাট্টা, তত্তপানির মতো এলাকায় ইসলামাবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
প্রতিবাদে পথে নেমেছেন অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।
সুত্র:মানবজমিন