বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অগ্নিসন্ত্রাস করলে গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হবে। হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। বিএনপির অপেক্ষায় আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ।
সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় এ সব কথা বলেন তিনি।
বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুবলীগ সভাপতি আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট।
এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আইনের শাসনের ওপর বিএনপির বিন্দুমাত্র আস্থা নেই।
সারা দেশের যুবসমাজ যুবলীগের মহাসমাবেশে যোগ দেবে জানিয়ে নিখিল আরও বলেন, যুবলীগের মহাসমাবেশে ইতিহাস গড়া হবে। ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে। এ সমাবেশ জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, পেট্রোল বোমার বিরুদ্ধে সমাবেশ, বিএনপি-জামাতের বিরুদ্ধে সমাবেশ। বিএনপি-জামাতকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে খোঁজখবর রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে যুবলীগ।