“বাল্য বিবাহকে না বলুন”এ প্রতিপাদ্য নিয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, কুষ্টিয়া (ডিপিএফ) এর উদ্যোগে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর সাথে ভিডিও চিত্র প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের অংশিদারীত্বে এবং ডিপিএফ কুষ্টিয়া নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), কুষ্টিয়া কর্তৃক গতকাল সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের কলা ভবনের ১০১ নম্বর কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিপিএফ’র সভাপতি মোছাঃ মাহবুবা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম জালাল উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মীর মোশাররফ হোসেন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আকলিমা খাতুন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, বৃটিশ কাউন্সিলের পিফরডি প্রজেক্টের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রেজবিউল কবির বিজভী, ডিপিএফ সদস্য শফিউল ইসলাম, স্বপন আখতার এবং বিভিন্ন শ্রেণীর ৩০০ এর অধিক শিক্ষার্থী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিপিএফ সদস্য রতœা বাগচী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদেরকে ২৫মিনিটের একটি বাল্যবিবাহ বিরোধী নাটিকা প্রদর্শন করা হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে।