কুষ্টিয়ায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । ৭ই এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশিষ্টজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম । বিশেষ অতিথি : স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাসরিন বানু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব । প্যানেল মেয়র, জেলা সমাজ সেবা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য ঐতিহ্য। মাহে রমজানের গুরুত্ব ও পবিত্রতা রক্ষা করতে হবে এবং আমাদের বাঙালি ঐতিহ্যবাহী দিনটি পালন করতে হবে। সকাল সাড়ে আট টায় শোভাযাত্রা। স্কুলের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা সহ আরও অনেক ইভেন্ট শেষে পুরস্কার প্রদান করা হবে।