স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র সরকারি কলেজ, আমিন ফার্মেসি এবং হাসপাতাল রোড এর সামনে কলেজ মোড় অবস্থিত। ঐতিহ্য ঘেরা এই মোড়ের রাস্তা হাসপাতাল মোড় দিয়ে মোল্লাতেগরিয়া,ও একটি রাস্তা থানা মোড়,ও লোহানী বটতলা পৌছেছে। কুষ্টিয়া শহরের ব্যস্ততম এই সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু হঠাৎ বৃষ্টি হলেই এই রাস্তার সংলগ্ন মোড়ে হাটু সমান পানি দেখা দেয়,যাতে করে বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগি,এবং জনসাধারণের যাতায়াতের অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। এ বিষয়ে রিকশাচালক মোঃ মাহের উদ্দিন এর কাছে জানতে চাইলে, তিনি বলেন হালকা বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে যাওয়া যায় না! তাই আমাদের রিকশা চালাতে অনেক কষ্ট হয়। এ বিষয়ে আর একজন অটো চালক মোঃ জাহিদ তার কাছে কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন হালকা বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে আমাদের অটো চালানো অনেক কষ্ট হয়ে যায়, রাস্তার পাশে কিছু ভাঙ্গা আছে সেটাতে আমাদের গাড়ির চাকা পড়ে গেলে অটো উল্টে যায়, কিছুদিন আগে একটা রিক্সা উল্টে গেছে। তবে এই সমস্যা সমাধান কবে হবে। এই বিষয়ে উপস্থিত ঔষধ কোম্পানির কর্মকর্তা নাসির হোসেন এর কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি, গত তিন বছর যাবত এখানে চাকরি করি। সামান্য বৃষ্টি হলেও এই রাস্তা দিয়ে গাড়ি তো দূরে থাক মানুষের হাটু সমান পানি হয়ে যায়। এটার প্রতিকার খুব জরুরী তা না হলে এত সমস্যা নিয়ে বিভিন্ন জেলা থেকে আসার রোগী ও সাধারণ মানুষের অনেক ভোগান্তি সৃষ্টি হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাতে হবে।
ঐতিহ্য ঘেরা কুষ্টিয়া কলেজ মোড়, এই পানি নিষ্কাশন ব্যবস্থা কবে দূর হবে? কবে সাধারণ মানুষ বৃষ্টির সময় রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে? ভোগান্তি থেকে বাঁচতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ জনগণ।