হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার সকাল দশটায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির কয়েক শত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: আক্কাস আলীর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কুষ্টিয়া সদর থানার সভাপতি আব্দুল লতিফ, দৌলতপুর শাখার সভাপতি লতিফুজ্জামান মিলন, ভেড়ামারা শাখার সভাপতি আইমান আহম্মেদ কামাল, নারী নেত্রী সুমাইয়া আক্তার শিখা প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হেযবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হলেও দেশব্যাপী নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট সংগঠনটির পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের আকস্মিক হামলায় সুজন নামের এক কর্মী নিহত হন এবং বেশ কয়েকজন সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা এ হত্যাকা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও হামলার ঘটনার সাথে জড়িত নেপথ্যের কারিগরদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।