1. rashidarita21@gmail.com : bastobchitro :
পদ্মা সেতু খুলে দেয়া হবে জুনে | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

পদ্মা সেতু খুলে দেয়া হবে জুনে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

দীর্ঘ দিনের লালিত পদ্মা সেতু চলতি বছরের জুনে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মূল সেতুর ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে, যার মধ্যে ৯০ দশমিক ৫০ শতাংশ নদী ব্যবস্থাপনার কাজ শেষ হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৯২ শতাংশ এবং রাস্তার কার্পেটিংয়ের অগ্রগতি ৬৬ দশমিক ৬৫ শতাংশ হয়েছে।

মন্ত্রী আরো বলেন, গ্যাস পাইপলাইন ও ৪০০ কেভিএ পাওয়ার লাইন বসানোর কাজের অগ্রগতি হয়েছে যথাক্রমে ৯৯ ও ৭৯ শতাংশ।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি