ক্রিকেটার থেকে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। নড়াইল-২ আসনের সংসদ সদস্য সম্প্রতি হয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকও। কিন্তু খেলার মানুষ কী আর মাঠ ছেড়ে থাকতে পারেন! বিপিএলের মৌসুমে এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ মাশরাফীকে নিয়ে।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন মাশরাফী। প্রতিযোগিতামূলক খেলার বাইরে আছেন ৮ মাসের বেশি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন গত বছর এপ্রিলে।
এবারের বিপিএলের জন্য অনুশীলন শুরু করেছেন ২০২২’এর শেষদিকে। ওজন কমিয়ে নিজেকে ফিট করে এখন শান দিচ্ছেন নিজের স্কিলের। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে অনেকবার। ক্যারিয়ারের শুরুর দিকের সেই গতি নেই এখন। কয়েক বছর ধরে বোলিং করছেন শর্ট রানআপে। চেষ্টা করেন লাইন-লেন্থ বজায় রেখে বোলিংয়ের। নড়াইল স্টেডিয়ামে সেভাবেই সেরেছেন অনুশীলন। আর ব্যাট হাতে নামলেন এই প্রথম।
নির্বাচনী এলাকায় ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শিরোনামে ইউনিয়নে ইউনিয়নে এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নড়াইলে অবস্থান করছেন মাশরাফী। দক্ষিণাঞ্চলের জেলাটির খেলাধুলার উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিপিএলের পরিকল্পনাও চালিয়ে যেতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্স আইকনের।