1. rashidarita21@gmail.com : bastobchitro :
নিসচা কেন্দ্রীয় নেতার কুষ্টিয়ায় আগমন উপলক্ষে মতবিনিময় | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

নিসচা কেন্দ্রীয় নেতার কুষ্টিয়ায় আগমন উপলক্ষে মতবিনিময়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন কুষ্টিয়ায় আগমন উপলক্ষে জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুন্নবী বাবু। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন বলেন, বর্তমান প্রেক্ষাপটে মটরসাইকেল দুর্ঘটনা বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ দূঘটনায় মটরসাইকেল দূঘটনা। এর অন্যতম প্রধান কারণ তরুণ বয়সের ছেলেদের হাতে মটরসাইকেল তুলে দেওয়া। মটরসাইকেল হাতে পেয়ে তারা অনেকটা বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাই। গাড়িতে যখন ওঠে তখন তাদের হেতাহেত জ্ঞান থাকেনা, হেলমেট ব্যবহার করে না। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান, হেলমেট ছাড়া যেন কেউ গাড়ি না চালাতে পারে এবং হেলমেট ছাড়া যেন কোন পাম্প মালিক তেল বিক্রয় না করে। তাছাড়া তিনি তার বক্তব্যে কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বেশকিছু সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দপ্তর সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সদস্য রাব্বি আল আমিন, মিঠু আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি