1. rashidarita21@gmail.com : bastobchitro :
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কাতারে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রথম খেলার দিনে নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উন্মাদনা ও উৎসবের জোয়ার বইছে। প্রিয় দলের বিজয় কামনায় আনন্দ শোভাযাত্রা করেছেন শত শত আর্জেন্টিনা ভক্ত।

বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানানোসহ পতাকার রঙে নিজেদের বাড়িও সাজিয়েছেন কেউ কেউ। এবারের বিশ্বকাপ শিরোপা মেসির হাতে উঠবে এই প্রত্যাশা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন নারায়ণগঞ্জের আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা।


সৌদি আরবের সাথে বিশ্বকাপ ফুটবলের প্রথম খেলার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। নানা জল্পনা কল্পনা ও উন্মাদনার জোয়ারে ভাসছে সমর্থকরা। প্রিয় দলের প্রথম খেলাটি বিজয় দিয়ে শুরু হোক এ প্রত্যাশা করে দুপুরে নারায়ণগঞ্জ আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

নগরীর দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকার শত শত ভক্ত আর্জেন্টিনারের জার্সি পড়ে ও পাতাকা হাতে নিয়ে উপস্থিত হন। অনেকে শিশু ছেলে মেয়েদেরও সাথে করে নিয়ে আসেন শোভাযাত্রায়। এরপর ঢাক-ঢোক, বাদ্য-বাজনা বাজিয়ে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে পুনরায় পার্কে গিয়ে শেষ হয়।
আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসি ও ডি মারিয়াসহ তারকা খেলোয়াড়দের ছবি সম্বলিত ১০ ফুট আকারের প্ল্যাকার্ড, ফেস্টুন, ৯০ গজের বিশাল আকৃতির আর্জেন্টিনা দলীয় পতাকা, বিশ্বকাপের থিম সং ও অর্ধ শতাধিক মোটরসাইকেল এই আনন্দ শোভাযাত্রায় বাড়তি আনন্দ যোগ করে সমর্থকদের মধ্যে।

নারায়ণগঞ্জের আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা আশা করছেন, শিরোপা জেতার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবার। প্রিয় খেলোয়াড় মেসির পায়ের যাদুতে আর্জেন্টিনার ঘরেই আসবে এবারের বিশ্বকাপ ট্রফিটি।

এদিকে শহরের গলাচিপা এলাকায় আফজাল মুন্সী নামে এক আর্জেন্টিনা ভক্ত নিজের পুরো বাড়ি ও ভেতরের অংশ আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাড়িটি এখন আর্জেন্টিনা বাড়ি হিসেবে নগরবাসীর মুখে মুখে পরিচিতি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি