এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়ার বিপক্ষে লড়ছে ইউক্রেন। এই যুদ্ধে বারবারই পশ্চিমাদের সহায়তা চেয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সেই অপ্রাপ্তির সুর যোগ করে এবার বেশ ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে যে দ্বন্দ্বের শুরু; যুদ্ধে সেই ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি। পশ্চিমারা নয়, বরং রাশিয়া এখন ন্যাটো চালাচ্ছে কি না সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই প্রেসিডেন্ট।
স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিওতে তিনি এসব নিয়ে কথা বলেন বলে বিবিসির লাইভে জানানো হয়েছে।