1. rashidarita21@gmail.com : bastobchitro :
নজরুল জয়ন্তী স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

নজরুল জয়ন্তী স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪

ষ্টাফ রিপোর্টারঃ

বাংলা সাহিত্য অঙ্গনে এক অনন্য নাম –
সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে, ২৮ মে মঙ্গলবার এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন
বিশিষ্ট চিত্রশিল্পি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,মুক্তিযোদ্ধার সন্তান কুষ্টিয়া জেলা সভাপতি কুষ্টিয়া জিলা স্কুলের অবসর প্রাপ্ত সংস্কৃতি বিষয়ক শিক্ষক মীর জাহিদের আমন্ত্রণে কুষ্টিয়ার বিশিষ্ট নজরুল অনুরাগীদের নিয়ে গান ও কবিতায় ঘরোয়া পরিবেশে কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়।
নজরুলকে ভালবেসে গান পরিবেশন করেন বিশিষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পীবৃন্দ ও
কুষ্টিয়ার বিশিষ্ট নজরুল অনুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে, নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান পরিবেশন করা হয়। প্রেম, বিরহ, কীর্তন, উচ্চাঙ্গ পরিবেশিত হয় া কবিতায় ছিলেন মীর জাহিদ ও শম্ভু শেখর চক্রবর্তী, তবলায় সহযোগিতা করেছেন স্বাধীন মীর, বেহালায় শহিদুল ইসলাম লিটন।
মীর জাহিদ বলেছেন,
আমাদের সংকৃতিগুলো হারিয়ে যাচ্ছে ভালো শিল্পী বৃন্দ বিভিন্ন জায়গায় গান পরিবেশন করতে পারছেন না । সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে এমন একটা উদ্যোগ ঘরে ঘরে গড়ে উঠুক যাতে করে নজরুল এবং রবীন্দ্রশিল্পীবৃন্দ তাদের চর্চা ধরে রাখতে পারেন।
গান পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী
আবু সাঈদ বিশ্বাস- কলাবতী, রাগ ও উচ্চাঙ্গে।
রিনা বিশ্বাস- কীর্তন , অধ্যাপক তোফাজ্জল হোসেন
ও বিভিন্ন শিল্পবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে শ্রোতা হিসাবে
নজরুল সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন
ডাঃতাজউদ্দিন, আখতার হোসেন, ইমাম উদ্দিন আহমেদ, আয়েত আলী, উম্মে হেনা, কামরুল ইসলাম, মীর মনি, রুহুল আমিন, রিদওয়ানুল হক নাফিজ, রাশিদা রিতা, সাবিনা ইয়াসমিন আরো অনেকে নজরুল সন্ধ্যা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি