1. rashidarita21@gmail.com : bastobchitro :
দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে রাজধানীতে ঢুকতে পারছে না দক্ষিণাঞ্চলের অধিকাংশ বাস | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে রাজধানীতে ঢুকতে পারছে না দক্ষিণাঞ্চলের অধিকাংশ বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

রাজধানীতে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে রাজধানীর অন্যতম প্রবেশপথ কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, মাওয়াসহ দক্ষিণাঞ্চল থেকে আসা বেশির ভাগ গণপরিবহনের যাত্রীদের কেরানীগঞ্জের কদমতলী ও হাসনাবাদ এলাকায় নামিয়ে দিচ্ছে পুলিশ। এ ছাড়া দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে রাজধানীতে বেশির ভাগ যাত্রীবাহী বাস ঢুকতে দেওয়া হয়নি।

পুলিশ বলছে, রাজধানীতে যাত্রীবাহী বাস ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে তল্লাশি করা হচ্ছে। তবে বিএনপির অভিযোগ, গণসমাবেশ কর্মসূচি ভন্ডুল করতে পুলিশ তল্লাশি কার্যক্রমের নামে নেতা-কর্মীদের হয়রানি করছে।

যমুনা পরিবহনের চালক সালাম মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর থেকে যাত্রী নিয়ে কদমতলী এলাকায় আসার পর পুলিশ বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। তখন বুড়িগঙ্গা সেতু দিয়ে গাড়ি নিয়ে যেতে চাইলে তাঁরা বাধা দেন। বাধ্য হয়ে মাওয়ার দিকে চলে যাচ্ছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। দলের নেতা-কর্মীদের ধরতে পুলিশ বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, পুলিশ নেতা-কর্মীদের বাধা দিয়ে সমাবেশ ভন্ডুল করতে পারবে না। যত বাধাই আসুক, সমাবেশ সফল হবে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর প্রথম আলোকে বলেন, পুলিশ কোনো যানবাহনকে রাজধানীতে ঢুকতে বাধা দিচ্ছে না। নিরাপত্তার স্বার্থে পরিবহনে তল্লাশি করা হচ্ছে। তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে গতকাল দুপুর থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুসংলগ্ন কদমতলী এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘আসুন বিজয় উল্লাসে মাতি’ ব্যানারে বিশাল শামিয়ানা টানিয়ে মঞ্চ সাজসজ্জার কাজ করতে দেখা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বিজয় দিবস উপলক্ষে আজ রাত থেকে আগামী দুই দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিজয় উল্লাস করবেন। এ জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি