1. rashidarita21@gmail.com : bastobchitro :
দৌলতপুরে কমতে শুরু করেছে পদ্মার পানি | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

দৌলতপুরে কমতে শুরু করেছে পদ্মার পানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চিলমারী ইউনিয়নের ১৯টি গ্রামে পদ্মার পানি ঢুকে বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি মানুষের বেড়েছে দূর্ভোগ। গত দুই সপ্তাহ ধরে পদ্মা নদীতে বন্যার পানি বৃদ্ধি পেলেও গত দু’দিন ধরে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে পানি কমতে শুরু করলেও এখনও কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ইউনিয়ন পুরো বন্যা কবলিত হয়ে অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। পানিবন্দী অসহায় মানুষের খাবার সংকটসহ বেড়েছে তাদের দূর্ভোগ দুর্দশা। চলাচলের জন্য সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকা বা ডিঙ্গি তাদের একমাত্র ভরসা। অনেকের জীবন যাপন ও খাওয়া দাওয়া চলছে নৌকার ওপরেই। সেইসাথে রয়েছে সাপসহ পোকা মাকড়ের ভয়। চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকার নকিব উদ্দিন নামে এক বৃদ্ধ জানান, গত দুই সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় রয়েছি। বাড়ির চারপাশে পানি থৈ থৈ করছে। কোথাও যেতে পারিছিনা। যোগাযোগের জন্য নৌকা বা ডিঙি এখন একমাত্র ভরসা। একই কথা জানিয়েছেন, বাহিরমাদী এলাকার স্কুল শিক্ষক ইকবাল হোসেন। তিনি জানান, অন্যান্য বছরের মত ভয়াবহ বন্যা এখনও হয়নি। তারপরও চিলমারী ইউনিয়নের সব গ্রামই পানিবন্দি অবস্থায় রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় নৌকা বা ডিঙিতে চলাচল করতে হচ্ছে। তবে গত দু’দিন ধরে পানি কমতে শুরু করেছে বলেও তিনি জানান। চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল মান্নান জানান, দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ১৯টি গ্রাম বন্যা কবলিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে পুরো চিলমারীবাসী। বন্যার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেখা দিয়েছে খাবার সংকট। এখন প্রয়োজন মানবিক সাহায্য সহযোগিতার। দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত ১১০০ পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে গত দু’দিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন। বন্যার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত ১১০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। বন্যার পানি কমতে থাকলেও দৌলতপুরের মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হওয়া বন্যাকবলিত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষ রয়েছে দূর্ভোগ দূর্দশার মধ্যে। ব্যবস্থা না নিলে দেখা দিবে পানিবাহিত নানা রোগসহ খাদ্য সংকট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি