থানাপাড়া গণহত্যা দিবস পালিত।গতকাল ছিল থানাপাড়া গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই দিন ,রাজাকারদের হাতে শহরের থানাপাড়া জিকে ঘাটে ১০ জন নির্মমভাবে শহীদ হন ।বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সবুর, শিক্ষক কামাল উদ্দীন শেখ, কিশোর নূরুল ইসলাম শুকু, ওবাইদ রহিম বুলু ও আক্কেল মোল্লা ঐদিন রাতে রাজাকারদের হাতে প্রাণ হারান। অবশিষ্ট পাঁচজনের পরিচয় আজও জানা যায়নি।
২৮ আগস্ট রবিবার বিকেল ৪:৩৫ মিনিটে রোটারি ফিজিওথেরাপি সেন্টার ছয়রাস্তার মোড়ে শহীদ পরিবারের – আহবায়ক শামসুজামান সাদীর সভাপতিত্বে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন । শহীদ পরিবার কুষ্টিয়া’র সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমানের সঞ্চালনায় ,আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতারুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কলামিষ্ট গওহর নাঈম ওয়ারা, সমাজ কল্যাণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম ও দি কুষ্টিয়া চেম্বার্স এন্ড কমার্স’র পরিচালক
শাকিল মোঃ কাদরী । প্রতিবেদন উপস্থাপনা করেন তরুণ গবেষক ইমাম মেহেদী। রোড়ারি
ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন সেক্রেটারি রোটাঃ তুষার বাবু রতন।
সার্বিক সহায়তা করেন শহীদ পরিবারের নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম দিনু ও তাসলিমা হুদা রুমা। শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তপন বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম নসরত।
শহীদ পরিবার কুষ্টিয়া’র সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান ও নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম দিপু গতকাল কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী ও নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শহীদ পরিবারের পক্ষ থেকে “শহীদ স্মৃতি সড়ক” নামে একটি সড়কের নামকরণ ও সেখানে শহীদদের স্মৃতি রক্ষার্থে, একটি নামফলক স্থাপনের অনুরোধ জানান। পরিশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মাহফিলটি পরিচালনা করেন থানাপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল খালেক।