1. rashidarita21@gmail.com : bastobchitro :
তীব্র শীতে কাঁপছে তেরখাদা খুলনা বাঁশি | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

তীব্র শীতে কাঁপছে তেরখাদা খুলনা বাঁশি

সোহেল রানা
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তাই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে গত দুইদিন ধরে প্রায় খুলনা তেরখাদা উপজেলা শীত অনুভূত হচ্ছে।

এ পরিস্থিতি শনিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে সকাল ৯টা থেকে পাওয়া তথ্য অনুযায়ী-এখনো পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে খুলনা ও তেরখাদা । এখন পর্যন্ত সবগুলো স্টেশনের তাপমাত্রার তথ্য এসে পৌঁছায়নি বলে ও ধারনা করা হয় শনিবার সকালে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা এটা আরো দুই-একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সেটা স্থায়ী হবে না, দুই-একদিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে। মূলত কুয়াশা ও মেঘের কারণে রোদ উঠতে না পারায় কমে গেছে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান। একই সঙ্গে উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে শীত জেঁকে বসেছে বলে ধারণা করে হচ্ছে তীব্র শীত অনুভূত হচ্ছে খুলনা ও তেরখাদা (7 জানুয়ারি) সারাদিন খুলনা তেরখাদা রোদ ওঠেনি।

শুক্রবার মতো শনিবার ও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন খুলনাও তেরখাদা উপজেলা আকাশ। গতকাল রবিবার সকালে তেরখাদাও উপজেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো 8 ডিগ্রি সেলসিয়াস। ব্রহস্পতিবার সকালে খুলনা তেরখাদা সর্বনিম্ন তাপমাত্রা 13 দশমিক 1 ডিগ্রি থেকে কমে হয়েছে 10দশমিক 5ডিগ্রি সেলসিয়াস। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ খুলনা তেরখাদা শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ সময়ে খুলনা রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি