গুঞ্জন চলছিল, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে নেতৃত্ব দেবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। গুঞ্জন গুঞ্জনই থেকে গেল, ঢাকার অধিনায়ক হলেন অলরাউন্ডার নাসির হোসেন। ডেপুটির দায়িত্ব পড়েছে তাসকিনের কাঁধে।
বিপিএলে এর আগেও অধিনায়কের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা হয়েছে নাসির হোসেনের। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও সাফল্য খুবই কম। তিন দলে ১৩ ম্যাচে অধিনায়কত্ব করে মাত্র ৪টিতে জিতেছিলেন এ ক্রিকেটার, হারের শতাংশিক পরিমাণ ৩০.৭৬।
বিপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন নাসির হোসেন। যদিও গত আসরে কোনো দল পাননি তিনি। বিপিএলে এ পর্যন্ত ৬৮ ম্যাচে খেলেছেন নাসির। ব্যাট হাতে করেছেন ১ হাজার ৮৫ রান এবং বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট।
ঢাকা ডমিনেটরস স্কোয়াড
নাসির হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, দিলশান মুনাওয়ারা, চামিকা করুনারত্নে, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন, শান মাসুদ, আহমেদ শেহজাদ, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলওয়ার হোসেন, উসমান গনি, সালমান ইরশাদ, জুবাইর হোসেন, মোহর শেখ, আবদুল্লাহ আল মামুন, ইমরান, আমির হামজা ও রবিন দাস।