ফের অস্থির ডিমের বাজার। সস্তা ও সহজলভ্য আমিষের ভরসা এই ডিম কিনতেই এখন হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আগের সকল রেকর্ড ভেঙে এখন খুচরা বাজারে ডজনপ্রতি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সেই হিসাবে এক হালি ডিমের বাজার মূল্য ৬০ টাকা। যা ডিমপ্রতি ১৫ টাকা। গত সপ্তাহেও এক হালি ফার্মের ডিম বিক্রি হয়েছিল ৪৮ থেকে ৫০ টাকায়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত তালতলা বাজার, বিএনপি বাজার ও কাওরান বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। এ ছাড়া প্রতিডজন দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। হাঁসের ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে ডিমের দাম।
সুত্র:মানবজমিন