1. rashidarita21@gmail.com : bastobchitro :
টুকুকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখালো ডিবি | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

টুকুকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখালো ডিবি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।

এদিকে তাদের আটকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার আমাদের ১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে যে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণ-অভ্যুত্থান।’

এ সময় রিজভী অবিলম্বে টুকুসহ আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি