জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদ কুষ্টিয়ার আয়োজনে রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে ২৮ ও ২৯ মে দুইদিন ব্যাপী অনুুষ্ঠিত হয়েছে। ২৯ মে রবিবার সমাপনি অনুষ্ঠিত। নজরুল জন্ম জয়ন্তী কনক চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কুমারখালি উপজেলা সাংকৃতিক দল, অংকুর একাডেমি, হিন্দোল শিল্পী গোষ্ঠি, নৃত্যরং একাডেমি এবং লোককথা শিল্পীগোষ্ঠির শিল্পীবৃন্দরা।
নজরুল জন্ম জয়ন্তীতে শিল্পিরা উপস্থিত ছিলেন, সুজন রহমান, রোকসানা পারভীন, এস. এম. টিপু সুলতান, জিয়াউর রহমান মানিক, শহীদুল ইকবাল মিন্টু, এম. এইচ. মিন্টু, সবুজ, মেঘলাা, আব্বাস খন্দকার, সালাউদ্দিন শাহিন, সুবর্না মাহমুদ, আয়াত আলি, তানিশা প্রমুখ। সম্মানীত অতিথি শিল্পী ছিলেন, স্বপন দত্ত, রিনা বিশ্বাস, লাবনি আক্তার এবং আবু সাঈদ বিশ্বাস। এছাড়াও শাহরিয়া পারভেজ বাদল এবং মেঘলার নেতৃত্বে একঝাক শিশু- কিশোর শিল্পী নৃত্য-গানে সমগ্র মঞ্চকে মাতিয়ে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট নাট্যজন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এ. কে. এম. সামসুল হক এবং জেলা কালচারাল অফিসার সুজন রহমান। তালযন্ত্রঃ আকাশ চক্রবর্তী, মীর মিঠু, সন্জয় প্রমুখ। সার্বিক তত্বাবধান ও পরিচালনাঃ ইমতিয়াজ হাসান দিপু (আহবায়ক) এবং সালাউদ্দিন আহমেদ (সদস্যসচিব)।