1. rashidarita21@gmail.com : bastobchitro :
জেলা প্রশাসকের নির্দেশের পর কুষ্টিয়ায় বিসিআইসি সার ডিলারদের গোডাউনে অভিযান জোরদার | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

জেলা প্রশাসকের নির্দেশের পর কুষ্টিয়ায় বিসিআইসি সার ডিলারদের গোডাউনে অভিযান জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

সার নিয়ে সিন্ডিকেট, বেশি দামে বিক্রি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ ওঠার পর বিসিআইসি সার ডিলারদের গোডাউনে অভিযান জোরদার করেছে ভ্রাম্যমান আদালতের টিম। গত ২৮ আগষ্ট সার ও বীজ মনিটরিং এর যৌথ সভায় ডিলারদের ঘরে অভিযান জোরদারের নির্দেশ দেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম। তিনি সারের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইউএনও ও উপজেলা কৃষি কর্মকর্তাদের অভিযান জোরদারের পরামর্শ দেন। এদিকে ডিসির নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে কুমারখালী উপজেলা প্রশাসন একাধিক ডিলারের ঘরে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়ে জরিমানা করেছেন। গত রোববার কুমারখালী পৌর এলাকায় বিসিআইসি সার ডিলার ও উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল গফ্ফারের পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিতান কুমার মন্ডল। তিনি সরকার নির্ধারিত দরের থেকে বেশি দামে সার বিক্রি করায় এ ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি একই বাজারের সাব ডিলার মো: ইসলামের ঘরে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন,‘এখন থেকে ডিলারদের ঘরে আগে অভিযান চালানো হবে। অভিযোগ তারায় সিন্ডিকেট করে সারের দাম বাড়িয়ে বিক্রি করছেন। সারের দাম বেশি নিলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর এবং খোকসায় অভিযান শুরু হয়েছে। সোমবার খোকসাতে বিসিআইসির ডিলারদের দোকানে অভিযান পরিচালনা করেন ইউএনও রিপন বিশ্বাস। তিনি এ সময় ডিলারদের সরকারি দরে সার বিক্রি করার নির্দেশনা দেন। এদিকে সদর উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল বলেন,‘ ডিসি স্যারের সাথে সভা করার পর থেকেই সার ডিলারদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বিসিআইসি ডিলারদের প্রতিটি গোডাউন ও দোকানের ওপর নজর রয়েছে। সার বিক্রির সময় ক্যাশ মোমো দেওয়া হচ্ছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কেউ নকল ক্যাশ মোমো ব্যাবহার করার চেষ্টা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নজরদারি বাড়ানো ও অভিযানের খবরে সারের বাজার স্বাভাবিক হচ্ছে।’ জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম বলেন,‘ বিসিআইসির ডিলারদের অনুকুলে সার বরাদ্দ রয়েছে। বিএডিসি ডিলারদের অনুকুলে এখন সার বরাদ্দ নেই বললেই চলে। তাই বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে সভা থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সরকারের ওপর থেকে অভিযান পরিচালনার নির্দেশ রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ডিলারের গোডাউনে অভিযান চালানো হবে প্রয়োজনে। কৃষকের সার নিয়ে কোন নয়ছয় সহ্য করা হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি