1. rashidarita21@gmail.com : bastobchitro :
জমকালো আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বাস্তব চিত্র ২৪.কম এর আত্মপ্রকাশ | Bastob Chitro24
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন নিজস্ব প্রতিবেদক ঢাবিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ জাবিতে ছাত্রলীগ নেতা হত্যায় জড়িতরা শনাক্ত, ৫ জনই ছাত্রদলকর্মী কুষ্টিয়া গড়াই নদীর উপকূলবর্তী এলাকায় পানি বাড়াতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সংসদ ভবনে ভাঙচুর-লুটপাট, খোয়া গেছে ৯০ লাখ টাকা পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: আজ সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি : ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বিদ্যুৎ-জ্বালানির মুনাফা বোনাসের তদন্ত হবে

জমকালো আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বাস্তব চিত্র ২৪.কম এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
সম্পাদক রাশিদা রিতার সম্পাদনায় অনলাইন নিউজ পোর্টাল বাস্তব চিত্র ২৪.কম এর আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই অনলাইন নিউজ পোর্টালের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পোর্টালের সম্পাদক রাশিদা রিতার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, উপস্থিত ছিলেন দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, পরিবেশবিদ ডঃ এস আই সোহেল, নদী পরিব্রাজক দলের খলিলুর রহমান  মজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব কোষাধ্যক্ষ লিটনুজ্জামান। এসময় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর বলেন, বর্তমানে দ্রুত গতিতে সংবাদ প্রচারের মাধ্যম অনলাইন মাধ্যম। তাই কাংখিত সংবাদটি প্রচারে বস্তুনিষ্ঠতা থাকতে হবে। একজন অনলাই পোর্টালের সম্পাদককে সংবাদ লেখনি ভাষা ও প্রকাশের নিয়ম নীতি আইন মেনে তা প্রকাশ করতে হবে। সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন, প্রাথমিক ভাবে আমরা অনেক অচেনা মানুষদের এই অনলাইন ভিত্তির সংবাদ প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছি এর সংখ্যান তথাকথিত। এই সংবাদ প্রচার মাধ্যমকে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার না করে পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে দাড় করাতে হবে। এই সময় ডঃ আমানুর আমান এর সাবলীল বক্তব্য পেশাদার সাংবাদিক গঠনে বিশেষ ভূমিকা পালনের কথা তুলে ধরেন তিনি। পোর্টালের সম্পাদক রাশিদা রিতা বলেন, আমি আপনাদের সহযোগিতা,  শক্তি ও সাহস পেলে নিজেকে একজন দক্ষ সাংবাদিক হিসেবে নিজেকে দাড় করাতে পারবো। এই অনুষ্ঠানটি আমার এপথে আরও সাহস যোগাবে আমি আশাবাদী সমাজ সংস্কারের জন্য কাজ করতে পারব ইনশাআল্লাহ! সেইসাথে সকলের দোয়া আমার কারেন তিনি। অনুষ্ঠানটি সুসজ্জিত করতে আরও উপস্থিত  ছিলেন সাহিত্যিকও সাংস্কৃতিক অঙ্গনের কনক চৌধুরী সাহিত্যিক, অধ্যাপিকা দিলসাদ বেগম, নদী পরিব্রাজক খলিলুর রহমান মজুসহ  বিভিন্ন জাতীয়, দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সে সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি