রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে আব্দুর রাজ্জাক ব্যাপারী (৪৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর পরই পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করেছে। সেই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
রাজ্জাককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আহমেদ পারভেজ জানান, রাতে আহত অবস্থায় পুলিশ আব্দুর রাজ্জাককে মুগদা হাসপাতালে নিয়ে যায়। পারভেজ সেখান থেকে পুলিশের সঙ্গে ওই ব্যক্তিতে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তখন তার কাছ থেকে জানতে পারেন, কয়েকজন ছিনতাইকারী যাত্রীবেশে তার অটোরিকশায় উঠেছিল। ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তার পিঠে ছুরিকাঘাত করে। তখন তিনি রাস্তায় পড়ে গেলে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম জানান, খিলগাঁও ফ্লাইওভারে ছিনতাইকারীরা রিকশাচালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে ২ ছিনতাইকারীকে আটক করা হয়। রিকশাটিও উদ্ধার করা হয়। আহত রিকশাচালক গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রয়েছে।
স্বজনরা জানান, রাজ্জাকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। বর্তমানে খিলগাঁও ভূঁইয়াপাড়ায় থাকেন।
এ জাতীয় আরো খবর..