1. rashidarita21@gmail.com : bastobchitro :
গোলের পরিসংখ্যানে রেকর্ড গড়েছে কাতার বিশ্বকাপ | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

গোলের পরিসংখ্যানে রেকর্ড গড়েছে কাতার বিশ্বকাপ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

গোলের পরিসংখ্যানেও এবারের কাতার বিশ্বকাপ সবার সেরা। এবারের টুর্নামেন্ট দেখেছে সর্বোচ্চ ১৭২ গোল। ফাইনালসহ সর্বোচ্চ ৫টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে ট্রাইব্রেকে। একটার পর একটা কীর্তি গড়েছেন মেসি-এমবাপ্পেরা। ক্রিস্টিয়ানো করেছেন টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড। কাতার বিশ্বকাপের নানা পরিসংখ্যান থাকছে এবারের প্রতিবেদনে।

কিংবদন্তিদের প্রস্থান, চোখের জলে ভেসে যাওয়া, তীরে এসে তরী ডোবার আক্ষেপ, জিততে জিততেও হেরে যাওয়া সবই ছিল এবারের কাতার বিশ্বকাপে। প্রথম বার মধ্যপ্রাচ্যে আয়োজিত এ আসরে আর্জেন্টিনার রূপকথা, এশিয়ার নবজাগরণ, জায়ান্টদের দম্ভচূর্ণ, আফ্রিকার ইতিহাস কোনো কিছুই বাদ যায়নি। এই কাতারের কাছে ঋণী বিশ্বফুটবল, ঋণী সমর্থকরাও।

কাতার দুহাত ভরে দিয়েছে বিশ্বফুটবলকে। পরিসংখ্যানের পাতা হয়েছে ওলোট পালট। ফুটবল গোলের খেলা, যে বিবেচনায়ও কাতার অনিন্দ্য সুন্দর। এবারের আসরে মোট গোল হয়েছে ১৭২টি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। আগেরটা ৯৮ আর ২০১৪’তে ১৭১। রোমাঞ্চেও কাতার সবার সেরা। ২০২২ দেখেছে ৫টি পেনাল্টিশুটআউটে ফলাফলের নিষ্পত্তি। যেটাও সর্বোচ্চ।

প্রথম ম্যাচ হেরে কোনো দল বিশ্বকাপ জিতেছে, এমন ঘটনা ইতিহাসে দ্বিতীয়বার ঘটলো। আর্জেন্টিনার আগে ঘুড়ে দাঁড়ানোর যে অমর উপাখ্যান দেখিয়েছিল ২০১০ সালে স্পেন। তবে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ গোল করেও শিরোপা জেতা হলো না ফ্রান্সের।

এবারের আসর ফুটবল ঈশ্বর মেসিময়। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ সেরা এই লিটল ম্যাজিশিয়ান। এক টুর্নামেন্টে ৫ বার ম্যান-অব-দ্যা-ম্যাচ কাতারেই প্রথম দেখলো বিশ্বফুটবল। সবচাইতে বেশি বয়সি ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড়া গোল করার কীর্তিও এলএমটেনের।

কোচ ফার্নান্দো সান্তোসের গোয়ার্তুমিতে পাদপ্রদীপের নিচে থাকা ক্রিস্টিয়ানো একমাত্র ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে দেখা পেয়েছেন গোলের। ২৪ বছর বয়সের আগে বিশ্বকাপের এক আসরে ৮ গোল করা একমাত্র ফুটবলার এখন কিলিয়ান এমব্যাপ্পে। শুধু তাই নয় ফাইনালে সর্বোচ্চ ৪ গোল তারই। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ১ গোলের পর, কাতার বিশ্বকাপের ফাইনালে করেছেন হ্যাটট্রিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি