1. rashidarita21@gmail.com : bastobchitro :
খবরের কাগজ বন্ধু জনের উদ্যোগে-কুষ্টিয়া উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ | Bastob Chitro24
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

খবরের কাগজ বন্ধু জনের উদ্যোগে-কুষ্টিয়া উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

ষ্টাফ রিপোর্টার :
খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন বন্ধু জনের উদ্যোগে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
১ জানুয়ারি বুধবার -২০২৫ শুভ নববর্ষ উপলক্ষে সকাল দশটায় উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে -উপহার সামগ্রী তুলে দেন, খবরের কাগজ এর এসিস্ট্যান্ট এডিটর ডক্টর সারিয়া সুলতানা ও কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন উল্লাহ।
এ সময়ে, উপস্থিত ছিলেন-
ইসলামী বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক সাইফুজ্জামান, মুক্তারুজ্জামান টিপু, কবি আজিজুল ইসলাম,, সীমি ফারহানা নাসরিন আরো অনেকে।
‘ সন্তানের বুকে মায়েদের জায়গা হোক বৃদ্ধাশ্রম নয়’ খবরের কাগজ এর অ্যাসিস্ট্যান্ট এডিক্টর ড.সারিয়া সুলতানা এ কথা বলেন।
তিনি আরো বলেন-, এর আগেও উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে অনেকবার সাহায্যে সহযোগিতা করেছেন প্রতিবারের ন্যায় এবারও ও আনুষঙ্গিক কিছু বিতরণ করবেন।
এবং,আগামীতে তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
আরো উপস্থিত ছিলেন, পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতিখার হোসেন মিঠু, নির্বাহী পরিচালক আফরোজা ইসলাম মিষ্টি।
ইফতেখার হোসেন মিঠু জানান এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেন১৯৯৯ সালে কিন্তু করোনা কালীন সময় থেকে মায়েদের থাকার কোন ব্যবস্থা করতে পারছেন না সরকারিভাবে, বেসরকারিভাবে বা এনজিওর মাধ্যম দিয়েও কোন ফুল কিনারা করতে পারেননি। তিনি বিভিন্ন মহল থেকে সহযোগিতা কামনা করছেন।
প্রতিনিধিবৃন্দ ৩০ জন মাকে উপহার সামগ্রী বিতরণ শেষে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
মায়েরা তাদের উদ্যোগে খুশি হয়ে,বন্ধুজন সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি