ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশন (বিসিক) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে -উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে, বিসিক শিল্প নগরী ১৬ নভেম্বর বৃহস্পতিবার -২০২৩ পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়নে হাতে-কলমে শিক্ষা মূলক প্রশিক্ষণ শেষে – প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
কর্মসূচির শেষ দিনে ,সকাল দশটা হতে বিসিক শিল্প নগরীর মিলনায়তনে মিনি মার্কেটের ব্যবস্থা করা হয় ।
উদ্যোক্তাবৃন্দ তাদের হাতের তৈরি বুটিকসপণ্য, হোমমেড খাদ্য ,নকশি কাঁথা ,নকশি চাদর ও হ্যান্ড পেইন্টিং এর যাবতীয় পণ্য ও মনোহারিসামগ্রী প্রদর্শন করেন।
পরিশেষে প্রমোশন কর্মকর্তা (ট্রেনার )সোহাগ আহমেদ ,সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা এবং বিসিকের প্রতিনিধিবর্গ -প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন।
গত ১২ নভেম্বর -২০২৩ হতে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনীতে উপমহাব্যবস্থাপক বিসিক মোঃ আশানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা ।
আরো উপস্থিত ছিলেন প্রমোশন কর্মকর্তা সোহাগ আহমেদ ,সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা, সফল উদ্যোক্তা সাবিনা শারমিন ও প্রশিক্ষনার্থী বৃন্দ।