অমিত হাসান
কতোদিন ধরে অভূক্ত আছে, তোমরা ও তোমাদের সন্তানেরা।
আমরা রোজ রাতে মাংস অথবা মাছে ঝোলে
কব্জি ডুবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে ঘুমাতে যাই।
স্বপ্নও দেখি, কিন্তু তোমাদের মতো বোমার শব্দে ঘুম ভাঙ্গে না,
অথবা আর কোনো নতুন ভোর দেখা হয় না তোমাদের,
আমাদের এ রকম কোনো ঝামেলা নেই, ঘুম ভাঙ্গে পাখির ডাকে।
সকালে তোমাদের লাশের হিসেব কষে কফি কাপে শেষ চুমুক দেই।
জানি না দুপুরের খাবারে তোমাদের কপালে জী জোটে,
আমাদের বিভিন্ন পদের শাকের মত ক’পদের ঘাস বাটিতে থাকে?
আমরা তোমাদের লাশ গুনতে ব্যস্ত থাকি, সময় কোথায়
তোমাদের খাবার, চিকিৎসা, ন্যায় অধিকারের জন্য কথা বলার?
কথা আমরা বলি, নিজেদের মধ্যে আলোচনা সেরে নেই
তা না হলে চায়ের কাপের সুস্বাদু স্বাদ আচ্ছাদন সম্ভব হবে কি করে?
তোমরা আমাদের ক্ষমা করো, দেখা ছাড়া আর কিছুই করতে পারি না