1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে : বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। সাংবাদিক ও পেশাজীবীদের একজোট হয়ে এ কালো আইনকে রুখে দিতে হবে। এ দাবি আদায়ে দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শনিবার কুষ্টিয়া প্রেস ক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে “প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন ঃ সাংবাদিকদের স্বার্থ ও মান মর্যাদা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের দুঃশাসনের মধ্য দিয়েই সাংবাদিক সমাজ চরম শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে, তখনই সরকার আরেকটি কালো আইন নিয়ে আসা হয়েছে। যার মধ্য দিয়ে সাংবাদিকদের মান-সম্মান বলতে কিছুই থাকবে না। এর বিরুদ্ধে সবাইকেই সোচ্চার হতে হবে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, সহ-সভাপতি রাশিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন সপ্তাহিক পথিকৃত পত্রিকার সম্পাদক এ্যাড.শামিম উল হাসান অপু। এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুর জামান ডাবলু, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, বাংলা ভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এএম জুবায়ের রিপন, বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটনুজ্জামান, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন, মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এসএম আকরাম। এ সময় আরো উপস্তিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই, কোষাধক্ষ্য এনামুল হক, প্রচার সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক আব্দুম মুনিব, নির্বাহী সদস্য হায়দার আলী, বিএফইউজের কাউন্সিলর শেহাব উদ্দিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজনটি ছিল জমজমাট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি