1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২

কুষ্টিয়ায় উচ্চাঙ্গ সংগীত ও তালযন্ত্র (তবলা) প্রশিক্ষণ কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজন উচ্চাঙ্গ সঙ্গীতে প্রায় দেড় শতাধিক সংগীত শিল্পী এবং তবলা শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী দেবেশ গোস্বামী, ভারত থেকে আগত উপমহাদেশের প্রখ্যাত দুইজন পন্ডিত ব্যক্তিত্ব পন্ডিত শুভ্রাংশু চক্রবর্তী এবং উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন পন্ডিত শ্যামসুন্দর গোস্বামীকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় সম্মাননা প্রদান করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রবি, শাহীন সরকার,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান। সনদপত্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘আমরা মূলত সংগীতপ্রেমী শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করেছি। এবারের কর্মশালায় বিভিন্ন বিভাগ থেকে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী প্রশিক্ষন গ্রহণ করছে।’‘এ প্রশিক্ষণের মধ্যদিয়ে প্রশিক্ষণার্থীরা সঙ্গীত বিষয়ে যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান ভবিষ্যত জীবনে কাজে লাগিয়ে তারা প্রতিষ্ঠিত শিল্পী হবে এই আশা রাখি।’ পরে উচ্চাঙ্গ সংগীত ও তাবলা লহরা পরিবেশন করেন ভারত থেকে আগত উপমহাদেশের প্রখ্যাত দুইজন পন্ডিত ব্যক্তিত্ব পন্ডিত শুভ্রাংশু চক্রবর্তী এবং উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান জানান, গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণ প্রদান করেন ভারত থেকে আগত উপমহাদেশের প্রখ্যাত দুইজন প্রশিক্ষক। প্রায় দেড় শতাধিক সংগীত শিল্পী এবং তবলা শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী দেবেশ গোস্বামী বলেন, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীদের আরো প্রসিদ্ধ করতে বড় ভূমিকা রাখছে। সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়ায় এরকম মহতী উদ্যোগ নেওয়ার জন্য জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার প্রতি শিল্পী সমাজ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি