কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক ছাত্রদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও সম্মেলন ।তৃতীয় আসর প্রধান ও কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ও সম্মেলন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী সাবেক শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ৩য় পর্বের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
৪ মে বুধবার কাল ৯ টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গনে শৈশব ও কৈশোরের স্মৃতি রোমন্থন ও সাবেক শিক্ষার্থীদের ব্যাচ গুলোর আত্মসম্পর্ক উন্নয়ন এ ক্যারিয়ার ভিত্তিক নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সাল থেকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় দীর্ঘ দুই বছর মহামারী করোনার প্রভাব কাটিয়ে নিউ নিরমাল পরিস্থিতি বিবেচনায় সাবেক ছাত্রদের ভ্রাতৃত্ব বন্ধন পুনরায় মজবুত করতে ৩য় বারের মতো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আশির দশকের সাবেক শিক্ষার্থী থেকে আরম্ভ করে ২০১৮ সাল অবধি প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে পুনর্মিলন সৃষ্টির লক্ষ্যে ঈদ-উল-ফিতর ২য় দিন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ এফতে খাইরুল ইসলাম উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
স্কুলের ঈদগাহ এবং মূল খেলার মাঠ দুটিতে ১৯ টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ১ম দিনে ৬ টি গ্রুপে প্রথম রাউন্ডের মোট ১৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ২য় দিনে ১ম রাউন্ডের ৪টি, দ্বিতীয় রাউন্ডের ৮ টি, সেমিফাইনালে ২ টি শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৫ টি। ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হবে তৃতীয় আসরের।
টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষে এস.এস.সি ২০০২ সাবেক শিক্ষার্থী ক্যাভিয়াল নূর বাপ্পী জানান প্রতিটি ব্যাচের শিক্ষার্থী মধ্য থেকে দুজন প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে আয়োজক কমিটি গঠন করা হয়েছে। যার কারণে সকলের সহযোগিতায় স্বচ্ছতার সাথে এই টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজন করতে ইচ্ছুক সাবেক শিক্ষার্থীবৃন্দ।
এস.এস.সি ২০০৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী চলচ্চিত্র নির্মাতা মোঃ শরিফুল হক রাকিব বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে দারুণ নেটওয়ার্কিং গড়ে উঠেছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে যা শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে উপকারী ভূমিকা রাখবে। এস.এস.সি ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মিহিরুজ্জামান বলেন, সকল জিলা স্কুলের অ্যালামনাই এসোসিয়েশন থাকলেও জিলা স্কুলের কোনো অ্যালামনাই নেই, যার ফলে স্কুলের শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তর শেষে কর্মক্ষেত্রে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এটি দুঃখজনক।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও এস.এস.সি ২০১১ ব্যাচের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান অনিক বলেন, আজ এই টুর্নামেন্টের মধ্যেই আমাদের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো, স্কুল বন্ধুদের সমাগমে প্রাণোচ্ছল সময় উপভোগ করলাম। অচিরেই এই ভ্রাতৃত্ববন্ধন কে অটুট রাখতে প্রতিনিয়ত এমন আয়োজন প্রয়োজন।
এস.এস.সি ২০০৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কুষ্টিয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারন সদস্য অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল সংবাদ সংগ্রহকালীন প্রতিবেদকে জানান, ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় সিজন সফলভাবে সম্পন্ন হলে এটাই স্পষ্ট প্রতীয়মান যে স্কুলের ভ্রাতৃত্ববন্ধন অটুট। অচিরেই সকল ব্যাচকে সাথে নিয়ে জিলা স্কুলের অ্যালামনাই এসোসিয়েশন অর্থাৎ প্রাক্তন ছাত্রদের পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে, স্কুলের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্য অ্যালামনাই গঠনের বিকল্প নেই।
অনুষ্ঠানের সমাপনীতে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়, সিরিজের সেরা খেলোয়াড়, সেরা ক্যাচ, সেরা বোলিং, ব্যাটিং, উইকেট কিপিং, ফিল্ডিং, আম্পায়ার সহ চ্যাম্পিয়ন ও রানার্সআপের ট্রফি প্রদান এবং আয়োজনে ব্যবস্থাপনা সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের পুরষ্কৃত করা হবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদের সম্মাননার মাধ্যমে ৫ই মে সন্ধ্যা নাগাদ টুর্নামেন্ট সমাপ্ত হবে।