1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মানিত পেশাদারী পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। আলোচনা সভায় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন এই উপমহাদেশকে দখল করে এই দেশের মানুষকে দাস বানিয়েছিল, অন্যায় অত্যাচার করে দেশের সম্পদকে লুটপাট করে ব্রিটিশ সিংহ বলবান হয়েছিল ঠিক সেই সময় এ দেশের আপামর জনগণ স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল সেই সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতা, গান ও নাটকের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বিদ্রোহী কবিতা বলো বীর বলো উন্নত মমশির এই জ্বালাময়ী কবিতার মাধ্যমে দেশের মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তার অন্যতম কবিতা যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা জ্বলিয়া উঠিবে কবে এই কবিতার মাধ্যমে এই দেশের যুব সমাজের সংগ্রামী চেতনাকে জাগিয়ে তুলেছিলেন। অপর একটি বিদ্রোহী কবিতা কারার ঐ লৌহ কপাট এই কবিতার মাধ্যমে সমস্ত অন্যায় অত্যাচারের বন্ধন কে ছিন্ন করে মুক্তির যে প্রেরণা জুগিয়েছিলেন। আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী তেমনভাবে পালিত হয় না। আজ এই বর্তমান শাসক গোষ্ঠীর আমলে জাতির প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতায় অনুপ্রাণিত হয়ে বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে পারি তবে তার এই মৃত্যুবার্ষিকী পালনের সার্থকতা আসবে। মহান আল্লাহতালার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিয়ার হল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: বকুল আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহবুব হাসান রাজু, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান লাল, শহর মৎস্যজীবী দলের আহ্বায়ক রবিউল ইসলাম, ১৮ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা যুবদল নেতা মনিরুজ্জামান হাফিজ, শহর যুবদলের সদস্য আব্দুস সুবাহান। অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকার পিজি হাসপাতালে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি