কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন করাতকলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে দৌলতপুর সেন্টার মোড়ে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩(১) ধারা লঙ্ঘনের দায়ে দু’জন করাতকল মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড করেন। অভিযান চলাকালে দৌলতপুর বনবিভাগের কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।