1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার দৌলতপুরে তিন সপ্তাহে ৩০ জনকে সাপের দংশন | Bastob Chitro24
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন নিজস্ব প্রতিবেদক ঢাবিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ জাবিতে ছাত্রলীগ নেতা হত্যায় জড়িতরা শনাক্ত, ৫ জনই ছাত্রদলকর্মী কুষ্টিয়া গড়াই নদীর উপকূলবর্তী এলাকায় পানি বাড়াতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সংসদ ভবনে ভাঙচুর-লুটপাট, খোয়া গেছে ৯০ লাখ টাকা পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: আজ সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি : ব্যবসায়ীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বিদ্যুৎ-জ্বালানির মুনাফা বোনাসের তদন্ত হবে

কুষ্টিয়ার দৌলতপুরে তিন সপ্তাহে ৩০ জনকে সাপের দংশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কুষ্টিয়ার দৌলতপুরে দিনের পর দিন সাপ আতংক বৃদ্ধি পাচ্ছে। গত তিন সপ্তাহে উপজেলার শশীধরপুর গ্রামে অন্তত ৩০ জনকে সাপে কামড় দিয়েছে। এদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ২৯ মার্চ মরিয়মকে (৪) সাপে কামড় দেয়। তাকে ওঝা দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর থেকে গ্রামের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনকে সাপে কামড় দেয়। ১৯ এপ্রিল পিন্টু (২৮), ফাহিম (৮) ও মাহিমসহ (৬) ছয়জনকে সাপে কামড় দেয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর দুদিন আগে ওই গ্রামের আনসার ম লকে (৫৫) সাপে কামড় দেয়। গ্রামের অন্তত ৩০ জনকে বিভিন্ন সময়ে সাপে কামড় দেয়। ভুক্তভোগী ফাহিমের বাবা ফারুক বলেন, আমার দুই ছেলেকে সাপে কামড় দেয়। তারা চিকিৎসা নিয়ে এখন ভালো আছে। আমরা আতংকের মধ্যে রয়েছি। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, হাসপাতালে নিয়ে আসা আগেই মরিয়ম মারা যান। এ বিষয়ে সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সাপ অতংকে রয়েছেন এলাকার মানুষ। এ জন্য স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি